কার্টুন – ডেটা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের বছর ২০১৮

ভাবছি নতুন বছরে নতুন কিছু করার। যে কারণে নিজের কিছু ভাবনা এবং পরিসংখ্যানের কনসেপ্ট গুলো নিয়ে কমিক স্ট্রিপ বা কার্টুন প্রকাশের কথা চিন্তা করলাম। নিয়মিত করার চেষ্টা থাকবে তবে কতদিন পর পর প্রকাশ করবো সেটা বলতে পারছিনা কারণ আমি ছবি আঁকায় একেবার আনকোরা। জীবনে কোনদিন বৃত্ত বা সরল লেখা ফ্রি হ্যান্ডে আঁকতে পারিনি। এখানে মূল উদ্দেশ্য ছবির কোয়ালিটি নয় বরং শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যানের বিষয়গুলো আরেকটু সহজ করে প্রকাশের চেষ্টা মাত্র।

কার্টুন দিয়ে পরিসংখ্যান শেখার ধারণাটি নতুন নয়। বিদেশীদের তৈরী অনেক ভালো ভালো কাজ রয়েছে। কিন্তু বিদেশী কার্টুন আমদের জন্য অনেক সময় বোঝা সহজ হয় না। তাছাড়া কার্টুন আঁকা হয় সমাজ এবং ব্যক্তির পারিপার্শিক প্রেক্ষাপটে। সেদিক থেকে বাংলায় কিছু করার সুযোগ রয়েছে।

আমার কিছু আইডিয়া আছে যেগুলো আমি ধীরে ধীরে ছবির মাধ্যমে প্রকাশ করবো।

নতুন আইডিয়াও নিতে প্রস্তত আছি।

comments powered by Disqus